Search

Thursday, January 5, 2023

Pabna Islamia Madrasah. composition, Essay . about Pabna Islamia Madrasah.


Pabna Islamia Madrasah

Introduction:  The name of our madrasah is Pabna Islamia Madrasah. It is well- reputed Madrasah.

Location: The Madrasah is situated at Laskarpur, Pabna sadar. Adjacent to Pabna bus terminal.

Description: The madrasah has thirty rooms. The principal has separated room. There is an office room near the room. There is a teacher’s common room. There is a library room, a science room and a computer room. There is also an auditorium room. There is a big hostel. 

Timing: Generally our madrasah is starts at 8.30 am and break up at 1.30 pm.

Teachers and student: There are about two thousand students and about fifty skilled teachers in our madrasah. Teachers are very helpful to the students.  

Other Facilities: The madrasah has a big playground. Students play various gam and sports there.

Results: The Madrasah has a good reputation for result.

Conclusion: Our madrasah is one of the best madrasah in pabna district as well as Bangladesh. We are proud of it.

ভূমিকাঃ আমাদের মাদ্রাসার নাম পাবনা ইসলামিয়া মাদ্রাসা। এটি একটি স্বনামধন্য মাদ্রাসা।

অবস্থান: মাদ্রাসাটি লস্করপুর, পাবনা সদরে অবস্থিত। পাবনা বাস টার্মিনাল সংলগ্ন।

বর্ণনাঃ মাদ্রাসাটিতে প্রায় ত্রিশটি কক্ষ রয়েছে। অধ্যক্ষ এর আলাদা কক্ষ রয়েছে  কক্ষের কাছে একটি অফিস কক্ষ আছে। একটি শিক্ষকের কমন কক্ষ আছে। একটি গ্রন্থাগার কক্ষ, একটি বিজ্ঞান কক্ষ এবং একটি কম্পিউটার কক্ষ রয়েছে। একটি অডিটোরিয়াম কক্ষ  ও রয়েছে। একটি বড় ছাত্রাবাস রয়েছে।

সময়: সাধারণত আমাদের মাদ্রাসা শুরু হয় সকাল ৮.৩০ ঘটিকায়  এবং শেষ হয় দুপুর ১.৩০ ঘটিকায়।

শিক্ষক ও ছাত্র: আমাদের মাদ্রাসায় প্রায় দুই হাজার ছাত্র এবং প্রায় পঞ্চাশ জন দক্ষ শিক্ষক রয়েছেন। শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য খুবই সহায়ক।

অন্যান্য সুযোগ-সুবিধা: মাদ্রাসায় একটি বড় খেলার মাঠ রয়েছে। শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন খেলা ও খেলাধুলা করে।

ফলাফল: ফলাফলের জন্য আমাদের মাদ্রাসার অনেক ভাল  সুনাম রয়েছে।

উপসংহার: আমাদের মাদ্রাসাটি পাবনা জেলার পাশাপাশি বাংলাদেশের অন্যতম সেরা মাদ্রাসা। এটার জন্য আমরা গর্বিত।

No comments:

Post a Comment

Adjective. admission & job question about Adjective . BCS, job, Admission. Mastars/ expert guide.

  1.        The function of an adjective is to modify a – a)       Noun                                                   b) pronoun      ...

popular posts