Indefinite |
Tense |
Present |
Past |
Future |
সংজ্ঞা |
বর্তমান কালে অনির্দিষ্ট সময়ে কোন কাজ হয় বা হয়ে থাকে এরুপ বুঝালে। |
অতীতের কোন অনির্দিষ্ট সময়ে কোন কাজ হত বা হয়েছিল বোঝালে। |
ভবিষ্যতে অনির্দিষ্ট সময়ে কোন কাজ সম্পন্ন হবে বুঝালে। |
|
চেনার উপায় |
বাংলা ক্রিয়ার শেষে-অ, ই, এ, ও, য় (সাধারন, নিত্যবর্তমান) । |
ক্রিয়ার শেষে- ইয়াছিলেইয়াছিল, ইয়াছিলাম (সাধু), ল, লে, লাম (চলিত)। |
ক্রিয়ার শেষে- বে, বেন, বথাকে। |
|
গঠন |
Sub+ v1+ বাকি অংশ |
Sub+ v2+ বাকি অংশ |
Sub+ shall/will+ v1+ বাকি অংশ |
|
উদাঃ |
He goes to school Ø Subject, third
person singular হলে মুল verb এর সাথে s/es যোগ হয়। |
I went to school |
They will go to
school. |
|
অর্থ |
সে স্কুলেযায়। |
আমি স্কুলে গিয়েছিলাম। |
তারা স্কুলে যাবে। |
|
Neg: |
He does not go to school. সে স্কুলে যায়না। |
I did not go to
school. আমি স্কুলে গিয়েছিলা মনা। |
They will not go to
school. তারা স্কুলে যাবেনা। |
|
Int: |
· Does he go to school? সে কি স্কুলে যায়? · Doesn’t he go to school? সে কি স্কুলে যায়না? |
·
Did I go to school? আমি কি স্কুলে গিয়েছিলাম? ·
Didn’t I go to school? আমি কি স্কুলে গিয়েছিলাম না? |
· Will They go to school? তারা কি স্কুলে যাবে? ·
Won’t they go to school? তারা কি স্কুলে যাবেনা? |
|
Sentence এ যদি সাহায্য কারি verb না থাকে তাহলে neg এবং int করতে Do verb যোগ করতে হয়। Do verb= do, does,
did. |
Sentence এ যদি সাহায্য কারি verb না থাকে তাহলে neg এবং int করতে Do verb যোগ করতে হয়। Do verb= do, does, did. |
|
||
Tense marker & Example |
always, often,
usually, generally, normally, regularly, occasionally, sometimes, every day,
every year etc. 1.He goes to school regularly 2.We often eat potato |
yesterday, ago, long
ago, long since, last, last night, last week, last month, last year, as soon
as, the day before yesterday, once 1. She left home last
night. 2.I saw him long
since |
tomorrow,
next, next week/year, coming, Ensuing, in
the days/years to come. |
|
Continuous Continuous |
Tense |
Present |
Past |
Future |
সংজ্ঞা |
বর্তমান কালে কোন কাজ হচ্ছে বা চলছে। (ঘটমান বা চলমান অবস্থা) |
অতীতে কোন কাজ চলছিল বা হচ্ছিল বুঝালে। |
ভবিষ্যত কালে কোন কাজ চলতে বা ঘটতে থাকবে বুঝালে। |
|
চেনার উপায় |
ক্রিয়ার শেষে- তেছি, তেছ, তেছেন (সাধু)।ছি, চ্ছি, ছ, চ্ছ (চলিত)। |
ক্রিয়ার শেষে-তেছিল, তেছিলে, তেছিলাম (সাধু), করছিল, করছিলে, করছিলাম(চলিত)। |
ক্রিয়ার শেষে – তে থাকিবে, তে থাকিবেন (সাধু), তে থাকবে, তে থাকবেন(চলিত)। |
|
গঠন |
Sub+ am/is/are+ মুল verb+ing+ বাকি অংশ। |
Sub+ was/were+ মুল verb+ing+ বাকি অংশ। |
Sub+ Shall be Will be+ মুল verb+ing+ বাকি অংশ। |
|
উদাঃ |
He
is going to school. |
I was going to school. |
They will be going to
school. |
|
অর্থ |
সে স্কুলে যাচ্ছে। |
আমি স্কুলে যাচ্ছিলাম। |
তারা স্কুলে যেতে থাকবে। |
|
Neg: |
He is not going to
school. সে স্কুলে যাচ্ছেনা। |
I was not going to school. আমি স্কুলে যাচ্ছিলাম না। |
They Will not be going
to school. তারা স্কুলে যেতে থাকবেনা। |
|
Int: |
· Is he going to school? সে কি স্কুলে যাচ্ছে? · Isn’t he going to school? সে কি স্কুলে যাচ্ছেনা? |
· Was I going to school? আমি কি স্কুলে যাচ্ছিলাম? · Wasn’t I going to school? আমি কি স্কুলে যাচ্ছিলাম না ? |
·
Will they be going to school? তারা কি স্কুলে যেতে থাকবে? ·
Won’t they be going to school? তারা কি স্কুলে যেতে থাকবেনা? |
|
Tense marker & Example |
Now, at this moment,
at this time, at present, still, look (for seeking attention), listen, etc. 1. Jamil is going to school today. 2. He is writing a letter now |
At that moment, at
that time, then etc. I was not going to
school at that time, |
|
·
Perfect Perfect |
Tense |
Present |
Past |
Future |
সংজ্ঞা |
কোন কাজ অতীতে বা এইমাত্র শেষ হয়েছে বা তার ফল এখনো বিদ্যামান আছে বোঝালে। |
অতীত কালে কোন একটি কাজের পুর্বে অপরটি, একটির পরে অপরটি শেষ হওয়া বুঝালে। |
ভবিষত কালে কোন কাজ সংঘটিত হবে বা ঘটবে কিন্তু তার ফল বিদ্যামান থাকবে এরুপ বুঝালে |
|
চেনার উপায় |
ক্রিয়ার শেষে- ইয়াছি, ইয়াছ, ইয়াছেন (সাধু), য়েছি, য়েছে, য়েছেন (চলিত)। |
অধিকতর পুর্বে শেষ হওয়া কাজটি past perfect। |
ক্রিয়ার শেষে- (ইয়াথাকিবে, য়েথাকবে)। |
|
গঠন |
Sub+ have/has+ v3+ বাকি অংশ। |
1.Sub+ had+v3+ বাকি অংশ। 2. Sub+
had+v3+ before+ sub +v2+বাকিঅংশ। 3. Sub+ v2+ after+
sub+had+v3+বাকি অংশ। |
Sub+ shall have/will
have+ v3+ বাকি অংশ। |
|
উদাঃ |
He has gone to school |
1.
I had gone to school. 2.
I had eaten rice before went to school. 3.
I ate rice after had read a book. |
They will have gone to
school. |
|
অর্থ |
সে স্কুলে গেছে/ গিয়েছে। |
১। আমি স্কুলে গিয়েছিলাম। ২।আমিস্কুলেযাওয়ারপুর্বেভাতখেয়েছিলাম। ৩।আমিবইপড়ারপরেভাতখেয়েছিলাম। |
তারা স্কুলে গিয়ে থাকবে। |
|
Neg: |
He has not gone to
school. সে স্কুলে যায়নি। |
I had not gone to
school. আমি স্কুলে গিয়েছিলাম না। |
They will not have
gone to school. তারা স্কুলে গিয়ে থাকবে না। |
|
Int: |
Has he gone to school? সে কি স্কুলে গেছে/ গিয়েছে?
· Hasn’t he gone to school? সে কি স্কুলে যায়নি? |
· Had I gone to school? আমি কি স্কুলে গিয়েছিলাম? · Hadn’t I gone to school? আমি কি স্কুলে গিয়েছিলাম না? |
· Will they have gone to school? তারা কি স্কুলে গিয়ে থাকবে? ·
Won’t they have gone to school? তারা কি স্কুলে গিয়ে থাকবে না? |
|
Tense
marker & Example
|
Already, just, just
now, yet, never, ever, lately, recently. 1. He has just
gone out. 2. I have already
finished my work. |
before, after 1. I had eaten rice
before went to school. 2. I ate
rice after had read a book. |
by, by this time, by (time, month,
year), next (time, month, year), by next
(lime, month, year) 1. By 2023,
I will have worked for this farm 15 years. |
|
Perfect continuous Perfect continuous |
Tense |
Present |
Past |
Future |
সংজ্ঞা |
কোন কাজ অতীতে শুরু হয়েছে বা এখনও চলছে বা ভবিষ্যতে চলতে পারে বোঝালে। |
অতীত কালে কোন কাজ ব্যাপক সময় ধরে বানির্দিষ্ট সময় ধরে চলছিল বুঝালে অথবা কোন কাজ অন্য একটির পুর্ব পর্যন্ত চলছিল। |
ভবিষ্যত কালে কোন কাজ নির্দিষ্ট বা ব্যাপক সময় ধরে চলবে বা ঘটবে বুঝালে। |
|
চেনার উপায় |
বাংলা বাক্যে –হতে, যাবত, ধরে এবং ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছেন (সাধু)।ছি, চ্ছি, ছ, চ্ছ (চলিত)। |
বাংলা বাক্যে –হতে, যাবত, ধরে এবং ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিলেন (সাধু)।ছিলাম, চ্ছি্লাম, ছিলে, (চলিত)। |
বাংলা বাক্যে –(হতে, যাবত, ধরে এবং ক্রিয়ার শেষে তেতাকিবে, তেথাকবে)। |
|
গঠন |
Sub+ have been/ has
been+মুল verb+ing+ বাকিঅংশ+ কিছু সময়। |
Sub+had been+ মুল verb+ing+ বাকি অংশ+ কিছু সময়। |
Sub+Shall have
been/will have been+ মুল verb+ing+ বাকি অংশ+ কিছু সময়। |
|
উদাঃ |
·
He has been going to school for two hours. ·
I have been reciting
Quran since morning. |
·
I had been going to school for two hours. ·
We had been plaing in the field before the teacher came. |
1. They will have been
going to school for an hour. 2. we shall have been
reading since Sunday. |
|
অর্থ |
১।সে দুই ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে। ২।আমি সকাল থেকে কুরান পরছি। |
১।আমি দুই ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম। ২।শিক্ষক আসার পুর্বে আমরা মাঠে খেলা করছিলাম। |
১।তারা এক ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবে। ২।আমরা শনিবার থেকে পড়তে থাকব। |
|
Neg: |
He
has not been going to school for two hours. সে দুই ঘন্টা ধরে স্কুলে যাচ্ছেনা। |
I had not been going
to school for two hours. আমি দুই ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম না। |
They will not have
been going to school for an hour. তারা এক ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবেনা। |
|
Int: |
·
Has he been going to school for two hours? সে কি দুই ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে? ·
Hasn’t he been going to school for two hours? সে কি দুই ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে না? |
·
Had I been going to school for two hours? আমি কি দুই ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম ? ·
Hadn’t I been going to school for two hours? আমি কি দুই ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম না? |
·
Will they have been going to school for an hour? তারা কি এক ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবে? ·
Won’t they have been going to school for an hour? তারা কি এক ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবে না? |
|
|
Tense
marker & Example |
He has not been going
to school for two hours. |
·
|
·
|
No comments:
Post a Comment