Search

Friday, September 22, 2023

নিউটনের জীবন বৃত্তান্ত । নিউটোন। আইজ্যাক নিউটন

 1.  জানুয়ারী ১৬৪৩ সালে নিউটন জন্ম গ্রহন করেন।

2.  তারজন্মলিংকনশায়ারেরউলসথর্পম্যানরে।

3.  তার বাবারনাম ছিল আইজাক নিঊটন।

4.  সে ছিল সাধারন কৃষক।

5. জন্মের আগেই তার বাবার মৃতুর কারনে বাবার নাম অনুসারেই তার মা তার নাম রাখেন।

6.  তার মায়ের নাম হানাহ এইসকফ।

7. বাড়ির পাশে এক ক্ষুদ্রায়তন স্কুলে তার প্রাথমিক শিক্ষা লাভ।

8.  ১২ বছর বয়সে তাকে গ্রান্থামের ব্যাকারন স্কুলে পাঠানো হয়।

9.  ছোটবেলা থেকেই তার যন্ত্র তৈরির প্রতি ঝোক ছিল।

10.                   নিঊটন ১৬৬১ সালে মেট্রিকুলেশান পাশ করেন।

11.                   তিনি গনীত বলবিজ্ঞান নিয়ে অধিক পড়াশুনা করেন।

12.                   ১৬৬৫ সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন।

13.                   এবং দ্বিপদী বিষয়ক সুত্র প্রমান করেন।

14.                   ১৬৬৮ সালে তিনি একটী প্রতিফলন দুরবিক্ষন যন্ত্র আবিষ্কার করেন।

15.                   তার বিখ্যাত বই প্রিন্সিপিয়া মাথম্যাটিকা।

16.                   তার বিখ্যাত সুত্র হলোপ্রত্যেক ক্রিয়ার সমান বিপরিত প্রতিক্রিইয়া আছে 

17.                   ১৭০৫ সালে তিনি নাইট উপাধি লাভ করেন।

18.                   ১৭২৭ সালে ২০ মার্চ তিনি মৃতুবরন করেন।



No comments:

Post a Comment

Adjective. admission & job question about Adjective . BCS, job, Admission. Mastars/ expert guide.

  1.        The function of an adjective is to modify a – a)       Noun                                                   b) pronoun      ...

popular posts